দিনাজপুর বিদ্যুৎ বিতরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ২১:০৪
দিনাজপুর বিদ্যুৎ বিতরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের দিনাজপুর কার্যালয়ের মেরামত কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে গেছে বিদ্যুৎ বিতরণের কাজে ব্যবহৃত ৪টি বড় ট্রান্সফরমার।


বুধবার বিকেল সোয়া ৪ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।


জানা যায়, বিকেল সোয়া ৪ টার দিকে জেলা শহরের বালুবাড়ী এলাকায় বিদ্যুতের বিদ্যুৎ ও বিতরণ বিভাগ-২ কার্যালয়ের মেরামত কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ধোয়া দেখতে পেয়ে সেখানে দায়িত্বরতরা ফোনে বিষয়টি ওই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেন। ওই সময়ে নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে ছিলেন না। সংবাদ পাওয়ার পর তিনি নিজে কার্যালয়ে রওয়ানা দেন এবং বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করেন।


সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট এসে ওই কাজে যুক্ত হয়। প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর বিকেল সোয়া ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।


অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে বিদ্যুৎ ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী স্পন্দন বসাক বলেন, আগুনের ফলে ওই স্টেশনের পুরোনো ৪টি বড় ট্রান্সফরমার পুড়ে গেছে। যার মূল্য ১০ লাখ টাকা। অফিস থেকে চলে যাওয়ার পর বিকেল ৪ টা ১৯ মিনিটে আমার কাছে আগুন লাগার খবর আসে। সাথে সাথেই বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। সাড়ে ৪ টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বিকেল সোয়া ৫ টা পর্যন্ত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে।


দিনাজপুর ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিরুল ইসলাম বলেন, আমরা ৪ টা ২৫ মিনিটে আগুনের সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে ৩টি ইউনিট এসে কাজ শুরু করে। কারখানার ভিতরে তেলের ড্রাম বিস্ফোরন হয়ে ভয়াবহতা বাড়ে। আগুনের ভয়াবহতা দেখে আরও ৩টি ইউনিট এসে কাজ করে এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখানে পানির সংকট ছিল, তা না হলে আমরা আরও আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারতাম।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com