
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে তসিব মিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপু্রে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে এ ঘটনা ঘটে। তসিব এ গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে।
মোগড়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার তাসলিমা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র মতে, বাড়ির সদস্যদের অগোচরে তসিব বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর দুপুরে শিশুটির লাশ পুকুরের পানিতে ভেসে ওঠে। লাশ উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]