
নরসিংদীতে পুরো রমজান মাসজুড়ে সপ্তাহে দুই দিন সুলভমূল্যে দুধ, ডিম ও মুরগি বিক্রি করা হচ্ছে।
বুধবার (৫ মার্চ) দুপুরে নরসিংদী সদরের ব্রাহ্মন্দী এলাকায় প্রাণিসম্পদ অধিদপ্তর নরসিংদীর আয়োজনে মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এখানে দুধ পাওয়া যাচ্ছে ৮০ টাকা লিটারে, ডিম ১২ পিস ১০০ টাকায়। এছাড়াও মুরগি পাওয়া যাচ্ছে কেজি প্রতি ১৭০ টাকা করে।
অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ছাইফুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম প্রমুখ।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]