
পিরোজপুরের নাজিরপুরে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে ব্রীজের ছাউনি ভেঙ্গে রড চুরি করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে গত সোমবার (৩ মার্চ) গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের রিপন শিকদার বাড়ির সামনের লোহার ব্রীজের ছাউনির ঢালাই ভেঙ্গে উপজেলার বিএনপির সদস্য সাফায়েত হোসেন শাহীন নেতৃত্ব বিএনপির কর্মী হেদায়েত হোসেন এবং জাহিদুল ইসলাম এ কাজ করেন।
এই ঘটনায় ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম হেকমত বাদী হয়ে গত মঙ্গলবার (৪ মার্চ) রাতে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীনসহ ৩জনের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার (৩ মার্চ) গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের রিপন শিকদার বাড়ির সামনের লোহার ব্রীজের ছাউনির ঢালাই ভেঙ্গে তাতে থাকা প্রায় লক্ষাধিক টাকা মূল্যের লোহার রড চুরি করে নেয় অভিযুক্তরা।
এ ব্যাপারে বিএনপি নেতা সরদার সাফায়েত হোসেন শাহীনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মাহমুদুল হাসান বলেন, গত এক বছর আগে এডিবির আওতায় ওই ব্রীজের ছাউনীটি ঢালাই দেয়া হয়।
নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচীব আবু হাসান খান বলেন, এমন ঘটনার দায় দল নিবে না। অভিযোগ সত্য হিসাবে প্রমানিত হলে ওই বিএনপির নেতার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে জেলাকে সুপারিশ করা হবে।
বিবার্তা/তাওহিদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]