অনুপ্রবেশকালে আলীকদমে ২০ রোহিঙ্গা আটক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ১৪:১৮
অনুপ্রবেশকালে আলীকদমে ২০ রোহিঙ্গা আটক
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সীমান্ত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় নারী ও শিশুসহ ২০ জন মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।


মঙ্গলবার (৪ মার্চ) রাতে উপজেলা সদর ইউনিয়নের বাসস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৬ জন নারী, ৩জন পুরুষ ও ১১ জন শিশু রয়েছে।


সূত্র জানায়, সীমান্ত হয়ে আলীকদমে মিয়ানমার নাগরিক অনুপ্রবেশ করেছে, এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযান বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা শহরের বাসস্টেশন এলাকায় তল্লাশী চালিয়ে মিয়ানমারের ২০ জন নাগরিককে আটক করা হয়। বিজিবি জানায়, মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপদ জীবনের আশায় বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করছে পাশর্^বর্তী মিয়ানমারের নাগরিকরা।


মিয়ানমার নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করে আলীকদম ৫৭ বিজিবির নায়েক সুবেদার আব্দুর। তিনি বলেন, আটক ২০ জন রোহিঙ্গাকে পুশব্যাক করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


আটককৃত সকলেই মায়ানমার নাগরিক এবং তারা মায়ানমার থেকে পালিয়ে দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে।


বিবার্তা/নুরুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com