মোরেলগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের গণশুনানি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ১০:২২
মোরেলগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের গণশুনানি
বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে বলেশ্বর ও পানগুছি নদীর অব্যাহত ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নাধীন প্রকল্পের কাজের তথ্য প্রেরণ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।


৪ মার্চ, মঙ্গলবার সকা‌লে মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজারে পানগুছি কনভেনশন সেন্টারে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড এই গণশুনানির আয়োজন করে।


বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহম্মদ আল-বিরুনীর সভাপতিত্ব ক‌রেন।


এ‌তে অনুষ্ঠিত গণশুনানিতে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ হাবিবুল্লাহ, মোরেলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোহম্মদ বদরুদ্দোজা, বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কৃষ্ণেন্দু বিকাশ সরকার, মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহম্মদ সাইফুল ইসলাম, মাষ্টার আসাদুজ্জামন, মাষ্টার সমির রঞ্জন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।


গণশুনানিতে এলাকাবাসী প্রথমে শরণখোলা, মোরেলগঞ্জ উপজেলায় বলেশ্বর ও পানগুছি নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন প্রতিরোরে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে দ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।


বিবার্তা/রাজু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com