
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ছয় হাজার কেজি কাজু বাদাম আমদানি করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে কাজুবাদাম আমদানির সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান। এর আগে সোমবার বিকালে ৬ টন কাজুবাদাম ভর্তি ভারতীয় একটি ট্রাক বন্দরে এসে পৌঁছায়। প্রতি কেজি বাদামের দাম পড়েছে সাড়ে চার ডলার।
ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এই পণ্য আমদানি করেছে।
আখাউড়া বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান,পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্য করে কাজু বাদাম আমদানি করা হয়েছে। এর আগে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে ২ টন কাজু বাদাম আমদানি করে এই প্রতিষ্ঠান।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]