
হাইকোর্টের আদেশে পঞ্চগড় জেলা প্রশাসন কতৃক ইট ভাটা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন ইট ভাটার মালিক ও শ্রমিকরা।
মঙ্গলবার (৪মার্চ) দুপুরে জেলার বোদা দেবীগঞ্জ উপজেলার ৫৪টি ভাটার মালিক এবং শ্রমিকরা যৌথভাবে এই কর্মসূচি পালন করেন।
দুপুর একটার দিকে ইট ভাটা শ্রমিক ও মালিকরা পঞ্চগড় সুগার মিল মাঠে জড়ো হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে পুরাতন পঞ্চগড়, শের-ই বাংলা পার্ক, কেন্দ্রীয় শহীদ মিনার , হাসপাতাল জজকোর্ট হয়ে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্য্যালয়ের সামনে বিক্ষোভ করতে থাকে। এ সময় বিক্ষোভ সমাবেশে বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, ভাটা মালিক সভাপতির সভাপতি সফিউল্লাহ সুফি, সাধারন সম্পাদক শাহিন , ইট ভাটা শ্রমিক নেতা অন্তর, হাবিব ও রবিউল বক্তব্য দেন।
বক্তারা পরিবেশ উপদেষ্টার পদত্যাগ দাবি করে বলেন ইট ভাটার কারনে পরিবেশের কোন ক্ষতি হচ্ছে না। বরং হাজার হাজার শ্রমিক এই ভাটাগুলোতে কাজ করে জীবিকা নির্বাহ করছে। সরকার আমাদের কাছ থেকে ট্যাক্স ভ্যাট নিচ্ছে অথচ বার বার হয়রানি করছে। ২০১৩ সালে ফ্যসিস্ট সরকার ইট ভাটা প্রস্তুত আইন এমনভাবে করেছেন। সেই আইন মেনে ভাটায় ইট তৈরি সম্ভব নয়। সরকার একদিকে ভাটার অনুমোদন দিচ্ছেন অন্যদিকে প্রশাসনের মাধ্যমে মালিকদের হয়রানি করছেন। এজন্য অবিলম্বের হাইকোর্টের আদেশে ভাটা বন্ধ করে দেওয়ার কার্যক্রম থেকে সরে আসতে জেলা প্রশাসকের প্রতি আহবান জানায় বক্তরা। অন্যথায় শ্রমিক মালিক যৌথভাবে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন। পরে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত স্বারকলিপি প্রদান করেন ইট ভাটার মালিকরা।
বিবার্তা/বিপ্লব/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]