
ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এছাড়া পৃথক অভিযানে মাদ্রক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) আলাদা অভিযানে মাটিলা, শ্রীনাথপুর ও পলিয়ানপুর থেকে ভারতীয় মদসহ ওই নাগরিককে আটক করা হয়।
মহেশপুর বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের বাঁশ বাগান থেকে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যর বাজার মূল্য সত্তর হাজার টাকা।
অপর দিকে চাপাতলা গ্রামের একটি আম বাগানের সামনে রাস্তার উপর থেকে আরও ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যর বাজার মূল্য একান্ন হাজার টাকা।
এছাড়া পলিয়ানপুর এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় ১ ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়।
তিনি বলেন, আটককৃত ও জব্দ মালামালের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]