
মোংলায় রমজান মাসে নিত্য পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অপরাধে ৪ ফল ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে শহরের ফল বাজার এলাকায় পাইকারি ও খুচরা দোকানে অভিযান চালানো হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন, পণ্য মজুত না করতে, অতিরিক্ত মুনাফা করে জনভোগান্তি তৈরি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এ সময় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি পৃথক মামলায় চার জনকে ১৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন। এ সময় নৌ বাহিনী ও পুলিশ উপস্থিত ছিলেন।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]