
সাভারে দিন-দুপুরে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনায় চার ছিনতাইকারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির।
তিনি জানান, গত ২ মার্চ সাভারের ব্যাংক টাউন এলাকায় চলন্ত যাত্রীবাহী বাস রাজধানী পরিবহনে একদল ছিনতাইকারী প্রকাশ্যে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এর একমাস আগে সেখানে চলন্ত শুভযাত্রা পরিবহনে একই কায়দায় ছিনতাই করে তারা। এ ঘটনায় থানায় মামলা হলে ভোর রাতে সাভারের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার বার্মিজ চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত চার ছিনতাইকারী হলো, আকাশ মিয়া (২৮), সাইদুল ইসলাম সজিব (২৮), মো. জুয়েল মিয়া (২০) ও মিরাজ হোসেন (২৫)। তারা পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।
বিবার্তা/বাশার/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]