চবি উত্তরণের নতুন কমিটি, নেতৃত্বে সবুজ-সজিব
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১০:২২
চবি উত্তরণের নতুন কমিটি, নেতৃত্বে সবুজ-সজিব
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) "সংকটে সহযোগিতা" মূলমন্ত্রে কাজ করা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’-এর ২০২৫-২৬ সেশনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সবুজ আহমেদ ও সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিব মাহমুদ।


সোমবার (৩ মার্চ) উত্তরণের প্রধান উপদেষ্টা এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটি প্রকাশিত হয়।


কমিটির অন্যদের মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ওবায়দুর রহমান তারিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক রিফাত খান শিশির ও মাহি মোস্তফা নাহিন, সাংগঠনিক সম্পাদক সবুজ বেপারি, তানিয়া আক্তার মাহি এবং মহসিন। এছাড়া অর্থ সম্পাদক এমএন উল্লাস, সহ-অর্থ সম্পাদক সুমাইয়া আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম রাব্বি, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন সাকিব ও হাবিবুর রহমান সুমন।


কমিটিতে প্রোগ্রাম বিষয়ক সম্পাদক সাখাওয়াত উল্লাহ রোহান, ইফতার ও সাহরি বিষয়ক সম্পাদক মাসুদ মন্ডল, ব্লাড ব্যাংক সমন্বয়ক হোসাইন মাহমুদ, শিক্ষাবৃত্তি সম্পাদক গিয়াসউদ্দিন রক্সি, মানসিক স্বাস্থ্য সেবক বিষয়ক সম্পাদক মাহিন সরকার, টিউশন সেবা সম্পাদক মুজাহিদুজ্জামান রাকিব ও আইসিটি সম্পাদক ফরহাদ বিন হাশেম।


হল প্রতিনিধির মধ্যে- আলিমুল শামীম (আলাওল হল), গোলাম মুক্তাদির (শহিদ আব্দুর রব হল), সুমাইয়া মাহি (দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল) এবং অজিফা আক্তার মীম (প্রীতিলতা হল)।


এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন- নাজমুস সাকিব হৃদয়, পুষ্পিতা নুর, উম্মে হাবিবা, এম. মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান সুমন, নিয়াজ মাখদুম, ফুয়াদ হাসান, জয় প্রকাশ মন্ডল, শারমিন আক্তার এবং মাহমুদা আক্তার।


নবনির্বাচিত সভাপতি সবুজ আহমেদ বলেন, আমাদের মূল লক্ষ্য হলো, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যেন আর্থিক সংকটে শিক্ষাজীবন থেকে পিছিয়ে না পড়ে। এ লক্ষ্যে খাদ্য সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা করছি।আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করছি, যাতে আমরা "উত্তরণ"-এর কার্যক্রমকে আরও শক্তিশালী করে তুলতে পারি। আসুন, একসঙ্গে এগিয়ে যাই—কোনো শিক্ষার্থী যেন স্বপ্ন দেখা থেকে বঞ্চিত না হয়।


প্রসঙ্গত, ২০২২ সাল থেকে আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার সরবরাহ করে যাচ্ছে সংগঠনটি। এছাড়াও রক্তদাতা জোগাড়, টিউশন সেবা, বিনামূল্যে আইটি ট্রেনিং, শিক্ষাবৃত্তিসহ সামাজিক কাজ করছে সংগঠনটি। এ পর্যন্ত প্রায় ২ হাজার অসচ্ছল শিক্ষার্থীকে সেবার আওতায় এনেছে ‘উত্তরণ’।


বিবার্তা/মহসিন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com