
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ বর্ষের স্নাতক ভর্তি আবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের ১০৩০টি আসনের বিপরীতে 'এ', 'বি' এবং 'সি' তিনটি ইউনিটে মোট আবেদন পড়েছে ৬৬ হাজার ৪০২ টি। এতে করে প্রতি আসনের বিপরীতে লড়বে ৬৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা সবগুলো কুমিল্লাতেই অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।
প্রাপ্ত তথ্যে আরো জানা যায়, মোট আবেদনের মধ্যে 'এ' ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩২,৬৫৮ টি। ফলে এই ইউনিটে আসনপ্রতি শিক্ষার্থী লড়বে ৯৩ জন। 'বি' ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ৪৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৩,৭৯২টি। এখানে আসন প্রতি লড়বে ৫৪ জন।
সর্বশেষ 'সি' ইউনিটে (ব্যবসা শিক্ষা অনুষদ) ২৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯,৯৫২ টি। ফলে এখানে আসন প্রতি লড়বে ৪১ জন শিক্ষার্থী।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ' আমাদের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এই তথ্যগুলো ইউনিট প্রধানদেরকে জানিয়ে দেওয়া হবে। আগামীকাল সেন্ট্রাল কমিটির সাথে একটা মিটিং আছে। সেখানে আলোচনা করে কেন্দ্রগুলো নির্ধারণ করব। যদি কেন্দ্র সংকুলান না হয় তাহলে কুমিল্লা শহরের বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহায়তা নেওয়া হবে।'
উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় 'সি' ইউনিট এবং একই দিনে বিকেল ৩টায় 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল বিকেল ৪টায়।
বিবার্তা/প্রসেনজিত/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]