
দিনাজপুরের বিরামপুরে কাভার্ডভ্যানের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দশম শ্রেণির শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে।
সোমবার (৩ মার্চ) বিকেলে উপজেলার বিছকিনি গ্রামের ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক।
নিহতরা হলেন, সায়েম ইসলাম (১৬) বিরামপুর আদর্শ হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ও নবাবগঞ্জ উপজেলার আন্দোল গ্রামের আনোয়ারের ছেলে এবং ইজিবাইক চালক নুরুজ্জামান হোসেন (৩৫) একই উপজেলার সাঁকোপাড়া গ্রামের মজিবরের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, আজ দুপুরে কোচিং শেষে ইজিবাইকে বাড়ি ফেরার পথে উপজেলার রেলঘুন্টি এলাকায় একটি কাভার্ডভ্যানের সাথে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে শিক্ষার্থী সায়েম নিহত হন এবং আহত অবস্থায় ইজিবাইকের চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]