
কুষ্টিয়ার কুমারখালীতে বালুভর্তি বস্তা চাপা অবস্থায় শিহাব (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।
সোমবার (৩ মার্চ) সকালে উপজেলার চরসাদিপুর ইউনিয়নের চর ঘোষপুর এলাকার একটি মাঠে স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত শিহাব চর ঘোষপুর গ্রামের রতন শেখের ছেলে। বাবা নিরুদ্দেশ হওয়ার পর থেকে মা তাসলিমা খাতুনের সঙ্গে সরকারি আবাসন প্রকল্প গুচ্ছ গ্রামে থাকতো শিহাব। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল শিহাব।
নিহত শিশুর নানা আকাতুল্লাহ প্রামানিক জানান, প্রতিদিন গরু নিয়ে মাঠে যেত শিহাব। গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরে। সে সময় বিছানার নিচ থেকে পাঁচশত টাকা নিয়েছিস কিনা জানতে চাইলে শিহাব স্বীকার করে দুইশত টাকা খরচ হয়ে গেছে। এরপর বাঁকী তিনশত টাকা নিয়ে শিহাব বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। আজ সোমবার বাড়ির অদূরে একটি মাঠে স্তূপ করা বালু ভর্তি বস্তার নিচে চাপা অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা।
নিহত শিশুর মা তাসলিমা খাতুন বলেন, পাশেই আমার বাবার বাড়ি। বেশিরভাগ সময় সেখানেই থাকতো। সেদিন বাড়ি থেকে বের হওয়ার পর আমরা ভেবেছিলাম ও খালা কিংবা ফুফুর বাড়িতে গেছে। একদিন পার হয়ে গেলেও না ফিরলে সব জায়গায় খুঁজেও শিহাবকে পাওয়া যাচ্ছিল না। ওর বাপ আমাদের ছেড়ে নিরুদ্দেশ হওয়ার পর অনেক কষ্টে ছেলেকে নিয়ে গুচ্ছ গ্রামে বাস করি। স্থানীয় একটি ইটভাটায় রান্না করে যা পাই তাই দিয়ে কোন রকম সংসার চলে। এখন আমি কাকে নিয়ে থাকবো বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত শিশুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]