
সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে ডেভিল হান্ট অপারেশনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজুকে (৪৫) আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাত ১টার দিকে দিকে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে জানিয়ে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি মমতাজুল হক।
গ্রেফতারকৃত খাইরুল আলম রাজু উপজেলার পূর্ব জগন্নাথপুর মৃত ফসি উদ্দিন মণ্ডলের ছেলে।
জানা গেছে, বিরামপুর উপজেলার কাটলা হাইস্কুল মাঠে ২০২২ সালের ৫ই জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক যুবকের মৃত্যু ঘটে। এঘটনায় গত বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ অপরিচিত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, আসামিকে যৌথ বাহিনী তার নিজ বাড়ী থেকে আটক করেছে। গ্রেফতার আসামির নামে বিরামপুর থানায় মারামারির ঘটনায় যুবকের মৃত্যুর মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আজ দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]