
নেপালে চলমান সহিংস-বিক্ষোভের মুখে পদত্যাগ করছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এর আগে বিক্ষোভকারীরা তার ব্যক্তিগত বাসভবনে অগ্নিসংযোগ করেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশটির সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানায়, বিক্ষোভের দ্বিতীয় দিনে আজ সানেপায় ক্ষমতাসীন নেপালি কংগ্রেস দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।
এর আগে সোমবার নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ১৯ জন তরুণ বিক্ষোভকারী নিহত হয়। এরপর আজ দ্বিতীয় দিনে কারফিউ জারির মধ্যেও বিক্ষোভে নামে আন্দোলনকারীরা। কর্তৃপক্ষ সমাবেশ দমনে বলপ্রয়োগ করে, যার ফলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
দুর্নীতি ও অশাসনের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে তা আরও তীব্র হয়ে ওঠে। মঙ্গলবার সকালে, বিক্ষোভকারীরা তাদের কর্মকাণ্ড আরও তীব্র করে তোলে, রাজনৈতিক নেতাদের বাড়ি এবং প্রধান দলগুলির অফিস লক্ষ্য করে পাথর ছোঁড়া এবং অগ্নিসংযোগ করে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]