রোহিঙ্গা নাগরিককের জাতীয় পরিচয়পত্র তৈরির দায়ে ইউপি সদস্যের কারাদণ্ড
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০
রোহিঙ্গা নাগরিককের জাতীয় পরিচয়পত্র তৈরির দায়ে ইউপি সদস্যের কারাদণ্ড
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রোহিঙ্গা নাগরিককের নামে ভুয়া জন্ম সনদ সৃষ্টি করে জাতীয় পরিচয়পত্র তৈরিতে সহায়তা করার অপরাধে আব্দুল জব্বার নামে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


সোমবার রাতে (১৭ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মো. মঈন উদ্দিন দীর্ঘ শুনানির পর এ কারাদণ্ডের আদেশ দেন। আব্দুল জব্বার উপজেলার সরই ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য।


সূত্র জানায়, কয়েক বছর আগে ইউপি সদস্য আবদুল জব্বার মিয়ানমার নাগরিক মনিরা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। পরে ভুয়া জন্ম সনদ সৃষ্টি করে চলমান ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় স্ত্রী মনিরা বেগমকে ভোটার করার জন্য আবেদন করেন উপজেলা নির্বাচন অফিসার বরাবর। এতে উপস্থাপিত ডকুমেন্টস যাচাই বাছাইকালে মনিরা বেগমের নামে ইস্যুকৃত জন্ম সনদটি ভুয়া বলে ধরা পড়ে।


ইউপি সদস্য আবদুল জবারকে কারাদণ্ডের সত্যতা নিশ্চিত করেন লামা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বেদারুল ইসলাম। তিনি বলেন, ভবিষ্যতেও কেউ এমন অপরাধ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/নুরুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com