
জুলাই অভ্যুত্থানে ছাত্রদের ওপর হামলার ঘটনার মামলায় কুড়িগ্রামের চিলমারী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল কবির খুশুকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রেজাউল কবির খুশু ওই ইউনিয়নের কিশামতবানু এলাকার বাসিন্দা। যুবলীগ এই নেতা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পদে ছিলেন।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিবার্তা/রাফি/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]