
নীলফামারীতে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ২ কেজি ১৭০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৩ লাখ ৪০ হাজার টাকা।
রবিবার (১৬ই ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯ টায় নীলফামারী-সৈয়দপুর সড়কের টেক্সটাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রবিবার রাতে বিজিবির আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ডোমার থেকে সৈয়দপুরগামী সারোয়ার এন্টারপ্রাইজ নামের একটি বাস থেকে হেরোইন গুলো উদ্ধার করা হয়। এঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিবার্তা/সুজন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]