
সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোংলায় সুন্দরবন দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৪ফেব্রুয়ারি) নানা আয়োজনের মধ্যে দিয়ে সুন্দরবন রক্ষায় আমরা, বাদাবন সংঘ, পশুর রিভার ওয়াটার কিপারের আয়োজনে দিবসটিতে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সুন্দরবন মায়ের মতো। পরিবেশ রক্ষায় সুন্দরবনের গুরুত্ব অপরিসীম। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পালন করে দিবসটি। অপরিকল্পিত শিল্পায়ন, বিষপ্রয়োগে মাছ নিধন , বৃক্ষনিধন ও বন্যপ্রাণী হত্যা বন্ধ করতে করতে না পারলে মায়ের মতো সুন্দরবনকে রক্ষা করা যাবেনা।সুন্দরবন রক্ষায় দৃশ্যমান পদক্ষেপ ও অগ্রগতি দেখতে চান বলে জানায় বক্তারা।
এসময়ে পশুর রিভার ওয়াটার কিপার আহ্বায়ক মো. নূর আলম শেখের সভাপতিত্বে ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল,সুভাষ চন্দ্র বিশ্বাস, মোল্লা আল মামুন, ওয়াইল্ড টিমের সাইফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিবার্তা/এমবি/জাহিদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]