শেখ হাসিনার প্রহসনমূলক বিচারের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধের পক্ষের ১০০ জন চিকিৎসকের প্রতিবাদ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০০:৪৫
শেখ হাসিনার প্রহসনমূলক বিচারের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধের পক্ষের  ১০০ জন চিকিৎসকের প্রতিবাদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান প্রহসনমূলক বিচার এর প্রেক্ষিতে দেশে বিদেশে অবস্থানরত মুক্তিযুদ্ধের পক্ষের ১০০ জন চিকিৎসক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।


১৭ নভেম্বর, সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান চিকিৎসকবৃন্দ।


বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্য খাঁতে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা ধ্বংস করবার জন্যই এই প্রহসনের বিচারের ব্যবস্থা. উন্নয়নের মাঠ পর্যায়ের চিকিৎসকরা এই অবস্থায় চুপ করে থাকার কোনো সুযোগ নাই।


এতে বলা হয়, বাংলাদেশের বৈধ ভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়া সম্পর্কে আন্তর্জাতিক অঙ্গনে উত্থাপিত বিভিন্ন পর্যবেক্ষণ ও উদ্বেগের প্রেক্ষিতে সচেতন চিকিৎসক সমাজ নিম্নোক্ত আনুষ্ঠানিক অবস্থান প্রকাশ করছে।


এতে আরো বলা হয়, চিকিৎসক সমাজ মনে করে সংসদ কে পাশ কাটিয়ে অবৈধ ভাবে ক্ষমতা দখলকারী ইউনুস আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এর কার্য পরিধি সংশোধন করে যে অধ্যাদেশ জারি করেছে তা সম্পূর্ণ অবৈধ এবং আইনগত এখতিয়ার বহির্ভূত. তাই এইধরণের অবৈধ আদলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার বা দলের কারো বিচার কাজ চলতেই পারে না।


বিবৃতিতে আরো বলা হয়, লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের খ্যাতিমান আইনজীবী স্টিভেন পাওলস কেসি ও তাতিয়ানা ইটওয়েল জাতিসংঘের নিকট দাখিলকৃত জরুরি আবেদনে উক্ত বিচার প্রক্রিয়ায় গুরুতর আইনি অনিয়ম ও প্রক্রিয়াগত অসামঞ্জস্য‐এর সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তাদের পর্যবেক্ষণে উল্লেখিত প্রধান উদ্বেগসমূহ হলো—


১. অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার পরিচালনা ও মৃত্যুদণ্ডের সম্ভাব্য ঝুঁকি
২. বিচারক ও প্রসিকিউটরের রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কিত অভিযোগ
৩. নির্বাচনী বা সিলেক্টিভ জাস্টিসের আশঙ্কা


দেশের এই চরম ক্রান্তিলগ্নে সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে আমাদের জোর দাবি


অবিলম্বে এই অবৈধ সরকারের অবৈধ অধ্যাদেশ দিয়ে গঠিত কোর্টের সমস্ত কার্যক্রম বন্ধ করা হোক।


অবৈধ অসাংবিধানিক সরকার বিচার প্রক্রিয়ার প্রতিটি ধাপে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড লঙ্ঘন করছে.স্বচ্ছতা ও জবাবদিহিতা বলতে কিছু নাই. এমত্বাবস্থায় আমরা এই সম্পূর্ণ বিচার প্রক্রিয়া ঘৃণা ভরে প্রত্যাখান করছি. এই তথাকথিত বিচারের রায় যাই হোক চিকিৎসকরা ক্যাঙ্গারু কোর্টের রায় মানে না মানবে না।


১)ডা.ইসতিয়াক
২)ডা মাহবুবুর রহমান
৩)ডা.তুষার
৪)ডা.জাহাঙ্গীর
৫)ডা.প্রান
৬)ডা.রনি
৭)ডা.সোয়েব
৮) ডা.আক্তারুজ্জামান
৯)ডা.আতিক
১০)ডা.সিরাজুল মুবিন
১১)ডা.কার্তিক
১২)ডা.কল্লোল
১৩)ডা.সাইদ
১৪)ডা.জনি
১৫)ডা.জোতি
১৬)ডা.নুজহাত চৌধুরী
১৭)ডা.মাহফুজ
১৮)ডা.নবীন
১৯)ডা.কামরুল
২০)ডা.সত্তার
২১)ডা.জাকির
২২)ডা.রউফ
২৩)ডা.হেদায়েত
২৪)ডা.জামাল উদ্দিন
২৫)ডা.রুহুল
২৬)ডা.সুরুজিত
২৭)ডা মিজান
২৮)ডা আহমেদ হোসাইন
২৯)ডা নুর হোসাইন
৩০)ডা সাওন
৩১)ডা নিটল
৩২)ডা ইমরুল
৩৩)ডা বিজয়
৩৪)ডা তুহিন
৩৫)ডা মুস্তাক
৩৬)ডা জাহিদ
৩৭)ডা শাহদাত
৩৮)ডা মামুন খান
৩৯) ডা হীরা
৪০)ডা মুসতাক
৪১) ডা ফরহাদ
৪২) ডা মাসির
৪৩)ডা ইমরুল
৪৪) ডা অসিম কুমার
৪৫) ডা সাফি
৪৬)ডা হাবিবে মিল্লাত মুন্না
৪৭)ডা প্রান গোপাল
৪৮)ডা রাহাত
৪৯)ডা মামুন আল মাহতাব সপ্নীল


৫০)ডা.সাগর
৫১)রোকেয়া
৫২)ডা সামন্ত লাল
৫৩) ডা বিজয়
৫৪) ডা নয়ন
৫৫)ডা ওয়ানাইজা
৫৬)ডা সাবরিনা
৫৭)ডা বিপুল
৫৮)ডা আশিক
৫৯)ডা আতিকুজ্জামান
৬০)ডা পিজুষ
৬১)ডা তাপষ
৬২) ডা জাকির হোসাইন
৬৩) ডা রাহাত


৬৪)ডা রফি
৬৫)ডা সিয়াম
৬৬)ডা উৎপল
৬৭)ডা ফুয়াদ
৬৮)ডা আল আমিন
৬৯)ডা শেখ মামুন
৭০) ডা ইমরুল
৭১)ডা সুদীপ
৭২)ডা মিষ্টি
৭৩)ডা গনি মোল্লাহ
৭৪)ডা এহেতাসানুল হক দুলাল
৭৫)ডা প্রবীর
৭৬)ডা মুস্তাক
৭৭)ডা সাইফুদ্দীন
৭৮)ডা অরুপ
৭৯)ডা প্রতীক
৮০)ডা সুব্রত
৮১)ডা শুনাস
৮২)ডা অমি রহমান
৮৩)ডা ফিলিপ
৮৪)ডা বিদ্যুৎ
৮৫)ডা সুমন
৮৬)ডা সাফি
৮৭)ডা হেলাল উদ্দিন
৮৮)ডা নাসির হোসাইন
৮৯)ডা নাসিরুল হক
৯০)ডা হুমায়ুন
৯১)ডা কাজল
৯২)ডা মারজুক
৯৩)ডা সামসুল আরেফিন
৯৪)ডা আফম রুহুল হক
৯৫)ডা সেলিম
৯৬)ডা সৈকত
৯৭)ডা আবু রায়হান
৯৮)ডা সিদ্দিক
৯৯)ডা বিদ্যুৎ
১০০)ডা শ্যামল


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com