
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মোংলা পৌর বিএনপি ও অংঙ্গসংগঠন ও নাগরিক কমিটির নেতারা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় মোংলা পোর্ট পৌরসভার সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বিকালে পৌর বিএনপি'ও নাগরিক কমিটির উদ্যোগে মোংলা পোর্ট পৌরসভার সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। মোংলা উপজেলা কার্যালয়ে আওয়ামীলীগের চেয়ারম্যানের সাথে মিটিং করে ইউএনও। এ সময় আওয়ামী লীগের নেতাদের আশ্রয় প্রশ্রয়দাতা অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের অপসারণ দাবি করেন তারা।
বিক্ষোভকারীরা জানায়, মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন একজন আওয়ামী লীগের এজেন্ট। তিনি আওয়ামী লীগের নেতাদের প্রশ্রয়দাতা। আজ উপজেলা কার্যালয়ে ইউএনও আওয়ামীলীগের চেয়ারম্যানের সাথে মিটিং করছিল। বিএনপি ও নাগরিক কমিটি মোংলা কিভাবে বিতাড়িত করা যায় এবিষয়ে কথপোকথন চলছিল। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাবার পর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আফিয়া শারমিন এখনও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এ উপজেলা নির্বাহী কর্মকর্তা এখনও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মিটিং করেন। আওয়ামী লীগের লোকদের সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন।
বিক্ষোভকারীরা সকলে দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি জানায়। এ সময় বিএনপি ও নাগরিক কমিটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
বিবার্তা/জাহিদ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]