
নগরের সৌন্দর্য বজায় রাখতে রাজধানীজুড়ে নেতাকর্মীদের নামে-বেনামে থাকা সব ধরনের ব্যানার-ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছে বিএনপি। আগামী তিন দিনের মধ্যে সব ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলার কথা বলছে দলটি।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকা ব্যানার খুলে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় তিনি বলেন, ‘ব্যানার-ফেস্টুন রাজনৈতিক মত প্রকাশের মাধ্যম হলেও এতে করে যদি নাগরিক অধিকার লঙ্ঘন হয় এবং সৌন্দর্য নষ্ট হয় তা সঠিক নয়। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি, কেন্দ্রীয় যুবদল এবং ছাত্রদলের বৈঠকে রাজধানী থেকে ব্যানার-ফেস্টুন অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ব্যানার আরও কিছুদিন রাখা হবে। তবে অন্য ব্যানার আগে সরিয়ে ফেলা হবে।’
তিনি আরও বলেন, ‘একটা সভ্য দেশে রাস্তার ধারে বাসাবাড়ি কিংবা যেখানে সেখানে ব্যানার লাগানো সোভা পায় না। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে ব্যানার লাগানো যেতে পারে। কিন্তু যখন কর্মসূচি শেষ, তখন আমাদেরই দায়িত্ব সেসসব মুছে ফেলা কিংবা সরিয়ে ফেলা।’
শহরের ব্যানার-ফেস্টুন অপসারণের দায়িত্ব যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে বলেও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ‘পর্যায়ক্রমে দেশজুড়ে এ কর্মসূচি পালন করা হবে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]