এইচএসসি পাস সারোয়ার তুষার পেশায় লেখক, বছরে আয় ৩ লাখ
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১২:৫৯
এইচএসসি পাস সারোয়ার তুষার পেশায় লেখক, বছরে আয় ৩ লাখ
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার। তবে হলফনামায় তার স্থাবর ও অস্থাবর কোনো সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়নি।


তুষারের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। পেশায় লেখক হিসেবে বছরে আয় করেন ৩ লাখ ৪০ হাজার টাকা।


দাখিল করা হলফনামায় দেখা গেছে, সারোয়ার তুষার নিজেকে লেখক হিসেবে উল্লেখ করেছেন। তার নগদ আছে ৩ লাখ টাকা আর আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা। তার নামে কোনো ফৌজদারি মামলা নেই। তবে হলফনামায় তার স্থাবর ও অস্থাবর কোনো সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়নি।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com