
নোয়াখালী সদর উপজেলার বৈকুণ্ঠপুরে ট্রাক চাপায় দুই স্কুল ছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে চরমটুয়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, আবুল কালামের ছেলে আরাফাত (৫) এবং সাদ্দাম হোসেনের মেয়ে আসমা (৫)। তারা স্থানীয় দারুস সালাম ইসলামীয়া মাদ্রাসার ১ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন তার মেয়ে ও ভাগিনাকে সাইকেলে করে মাদ্রাসার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নতুন হাটু-মাইজদী সড়কে দ্রুত গতির একটি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী নিহত হয়।
নিহতের মধ্যে একজন ছিল সাদ্দাম হোসেনের মেয়ে আসমা এবং অপরজন আবুল কালামের ছেলে আরাফাত। আবুল কালামের অবস্থা খারাপ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]