
ভোলার মেঘনা নদীতে ডাকাতদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই জেলে।
নিহত জেলের নাম মো. হাসান মাঝি (৩৫)। তিনি ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা। গুলিবিদ্ধ কাঞ্চন মাঝি ও আব্বাস মাঝি একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ভোলা সদর উপজেলার ভাংতির খাল ও তালাতুলি মধ্যবর্তী মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ও স্থানীয় জেলেরা জানান, গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আব্বাস মাঝির নেতৃত্বে একটি ট্রলারে করে হাসান মাঝি, কাঞ্চন মাঝিসহ মোট ৬ জেলে ভাংতির খাল ও তুলাতুলি এলাকার মধ্যবর্তী মেঘনা নদীতে মাছ শিকার করতে যান। সাড়ে ৭টার দিকে জাল টানার সময় ৭-১০ জনের একটি ডাকাত দল পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা আত্মচিৎকার করলে ডাকাতরা গুলি করে। ওই সময় ডাকাতদের গুলিতে হাসান নিহত হন ও কাঞ্চন মাঝি ও আব্বাস মাঝি গুলিবিদ্ধ হন।
পরে ডাকাতরা চলে গেলে অন্যান্য জেলেদের সহযোগিতায় ট্রলার চালিয়ে তারা তীরে ফিরে আসেন। পরে স্থানীয় জেলে ও স্থানীয়দের সহযোগিতায় গুলিবিদ্ধদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/কামরুজ্জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]