
ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে আহত হয়েছে ৫ জন। ১ ফেব্রুয়ারি, শনিবার সকালে ইন্দুরকানী সরকারি কলেজ সংলগ্ন এ ঘটনা ঘটে।
জানা যায়, ক্রয় সম্পত্তি জমিতে মাটি কাটা নিয়ে হেলাল কাজি ও সৌদি প্রবাসি হেমায়েত মাতুব্বারের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায় স্থানীয় লোকজন মীমাংসা করিয়া দেয়। পরে হেলাল কাজির স্বজনরা এসে ঐ জমিতে মাটি কাটায় বাধা দেয়। বাধা দিলে উভয় মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।
স্থানীয়রা হেলাল কাজি ও তার লোকজনকে একটি ঘরে আবদ্ধ করে রাখে। পুলিশকে খবর দিলে হেলাল কাজিকে উদ্বার করে থানা নিয়ে আসে।
সংর্ঘষে হেমায়েত মাতুব্বর, হাসিব মাতুব্বর,বিউটি বেগম, বিলকিস বেগম ও হেলাল কাজি আহত হয়। গুরুত্বর আহত বিউটি বেগমকে চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতরা স্থানীয় চিকিৎসায় রয়েছে ।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন জাানান, জমি নিয়ে সংঘর্ষ হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/শামীম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]