
সরকারি বই বিক্রির অভিযোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ডুমরিয়া নেছারিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একে এম ফজলুল হকসহ প্রতিষ্ঠানটির চতুর্থ শ্রেণির কর্মচারী নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে অধ্যক্ষের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম।
জানা গেছে, মাদ্রাসাটির অধ্যক্ষ একে এম ফজলুল হক অবৈধ ভাবে বইসহ মালামাল বিক্রির জন্য চতুর্থ শ্রেণির কর্মচারী নুরুল ইসলামকে বলেন। অধ্যক্ষের নির্দেশ অনুযায়ী দপ্তরি নুরুল ইসলাম স্থানীয় এক ভাঙারি ক্রেতা মামুনের কাছে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে মাদ্রাসার প্রায় ১৫ শত কেজি বই বিক্রি করে দেন। তার সঙ্গে ৫ টি পুরাতন টিউবওয়েলের মাথা, ব্রিজের এঙ্গেলও বিক্রি করেন।
ওই পুরাতন বইয়ের সঙ্গে ২৫ সালের নতুন বইও পাওয়া গেছে। পুরাতন বইয়ের মধ্যে ২২, ২৩, ২৪ সালের বইয়ের কিছু কিছু ব্যান্ডিল এখনো খোলা হয়নি।
মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, আইন অনুযায়ী বিনামূল্যে বিভিন্ন শ্রেণিতে সরবরাহ করা সরকারি বই বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি বই বিক্রি সংক্রান্ত বিষয় আমি বাদী হয়ে মামলা করেছি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন। তার এজাহারের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
বিবার্তা/মশিউর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]