হারিয়ে যাওয়া ৬৬ মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:৫৪
হারিয়ে যাওয়া ৬৬ মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিক
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জিডি ও অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন মডেলের ৬৬ টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে রাজবাড়ী জেলা পুলিশ।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে উদ্ধার হওয়া এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে বুঝিয়ে দেওয়া হয়।


জানা যায়, জেলা পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনের তত্ত্বাবধানে থাকা ৫টি থানা থেকে মোবাইল ফোন সংক্রান্ত জিডি ও অভিযোগগুলো সংগ্রহ করে সাইবার ইনটেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ইউনিট তথ্য প্রযুক্তির ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মডেলের ৬৬টি মোবাইল ফোন উদ্ধার করে রাজবাড়ী জেলা পুলিশ।


এর মধ্যে রাজবাড়ী সদর থানার ২২টি, গোয়ালন্দ ঘাট থানার ১৫টি, পাংশা মডেল থানার ১৭টি, কালুখালী থানার ৯টি এবং বালিয়াকান্দি থানার ৩টি মোবাইল উদ্ধার করা হয়।


হারিয়ে যাওয়া ফোন হাতে পেয়ে একাধিক ব্যক্তি বলেন, আমাদের আস্থা ছিল রাজবাড়ী জেলা পুলিশ ফোন উদ্ধার করে দিবেন। অনেক নিউজ দেখেছি হারিয়ে যাওয়া ফোন উদ্ধারে রাজবাড়ী পুলিশ ভাল কাজ করেন। সেই জায়গা থেকে আমাদের আস্থার প্রতিদান দিয়েছেন পুলিশ।এসময় তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


অনুষ্ঠানে পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধারে কাজ করছে। সাইবার ক্রাইম মনিটরিং সেল প্রতিনিয়ত মোবাইল ট্র্যাকিং, বিকাশ প্রতারণা এবং ফেসবুক হ্যাকিংসহ নানা সাইবার অপরাধ প্রতিরোধে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীবসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/মিঠুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com