ফেনীতে স্কুলছাত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ২
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১৮:৩২
ফেনীতে স্কুলছাত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ২
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে জিম্মি করে ছিনতাই ও চাঁদাদাবির ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


৩ মে, শনিবার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীর পরিবারের দায়েরকৃত মামলায় ধৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজীর থানার ওসি।


জানা গেছে, গত ২৯ এপ্রিল সকালে উপজেলার একটি হাইস্কুলের ৮ম শ্রেণির এক ছাত্রী তার তিন সহপাঠীসহ পর্যটন এলাকা মুহুরি প্রজেক্টে ঘুরতে যান। ওইদিন দুপুর দুইটার দিকে দাসগ্রাম নামক স্থানে ছাত্রীর পথরোধ করে রিকশা থেকে নামিয়ে ঝোপের মধ্যে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র। এসময় ভয়ভীতি দেখিয়ে তার পরিবারের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে তারা। এ ঘটনায় পরদিন ভুক্তভোগীর পিতা বাদি হয়ে ৭জনের নামে থানায় মামলা দায়ের করেন।


স্কুলছাত্রীর পিতা বলেন, দাবিকৃত ১ লক্ষ টাকার মধ্যে ২০ হাজার টাকা দিয়েছি, বাকি টাকার জন্য মেয়েকে জিম্মি রেখে নানা ধরনের নির্যাতন করেছেন চাঁদাবাজ চক্র।


সোনাগাজী থানার অফিসার ইনচার্জ বায়েজীদ আকন বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রীর পিতার দায়ের করা মামলায় উপজেলার সোনাপুর গ্রামের মো. হামিদের ছেলে মো. সিফাত (২৫) ও বেলায়েত হোসেনের ছেলে ওমর ফারুক মিস্টারকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ওসি বলেন, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারি ও চাঁদাবাজ চক্র। দীর্ঘদিন মুহুরী প্রজেক্ট এলাকায় ছিনতাই ও চাঁদাবাজি করে আসছে।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com