
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলে জালাল প্রামাণিকের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ।মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (৩ মে) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলের জালে মাছটি ধরা পড়ে।
জেলে জালাল প্রামাণিক জানান, ভোরে তিনিসহ কয়েকজন জেলে পদ্মা নদীতে মাছ শিকারে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও মাছের দেখা মেলে না। পরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন তারা। সেখান থেকে জাল তুলতেই বেশ কয়েকটি ঝাঁকুনিতে বুঝতে পারেন বড় কিছু আটকে আছে। পরে নৌকায় জাল তুলে দেখেন বিশাল একটি কাতল মাছ। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে ওজন দিয়ে দেখেন মাছটি ২৮ কেজির।
চাদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, সকালে জেলে জালাল প্রামাণিক মাছটি দৌলতদিয়া ঘাটের বিসমিল্লাহ মাছের আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় কিনে নিই। মাছটি ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সেই সঙ্গে মোবাইলে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে কেজিপ্রতি ৫০ বা ১০০ টাকা বেশি দাম পেলেই বিক্রি করা হবে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]