
পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীতে বিভিন্ন প্রজাতির রেনু মাছ ধরায় ৪ জনের প্রত্যেককে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা। এর আগে দুপুর ১২ টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, মো: হবি শেখ, রহিম হাওলাদার, রাকিব ফকির, মুহিদুল শেখ। আটক ব্যক্তিদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে।
কাউখালী নৌ পুলিশের ইন চার্জ নিয়াজ মোর্শেদ বলেন, কাউখালীর সন্ধ্যা নদীর আমরাজুড়ি এলাকায় অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত নৌকায় বিভিন্ন প্রজাতির রেনু জব্দ করে পুলিশ সদস্যরা। এসময় ৭ জনকে আটক করা হয়। এর মধ্য ৩জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়। জব্দ করা হয় ট্রলার ভর্তি অসংখ্য রেনুসহ এক হাজার মিটার নেট জাল।
উপজেলা মৎস্য অফিসার মো: হাফিজুর রহমান বলেন জব্দকৃত রেনু পোনা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা'র উপস্থিতিতে সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়। এসময়
তিনি বলেন, অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে আমাদের এ অভিযান চলমান রয়েছে।
বিবার্তা/রবিন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]