
রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার মধ্যরাতের পর থেকেই সারা দেশের ন্যায় ঝিনাইদহেও রেল চলাচল বন্ধ রয়েছে।
এতে চরম দুর্ভোগে ট্রেন যাত্রীরা। জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বিকল্প মাধ্যম খুঁজছেন যাত্রীরা।
এদিকে, রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে মঙ্গলবার সকাল থেকে ঝিনাইদহের কালীগঞ্জ ও কোটচাদপুর উপজেলার রেলস্টেশন থেকে কোন ট্রেন আসা যাওয়া করেনি। ফলে সকালে ও দুপুরে স্টেশনে এসে বিপাকে পড়তে হয়েছে যাত্রীদের। কাউন্টারে টিকিট কাটতে গেলে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন তারা। এমনকি যাদের টিকিট কাটা ছিল তাদের টিকিট ফেরত দেয়া হচ্ছে বলে জানান যাত্রীরা।
কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশন মাস্টার মো. শাহজাহান বলেন, সকালে কিছু যাত্রী স্টেশনে এসেছিলেন। তাদের বুঝিয়ে টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। তিনি বলেন, সকালে খুলনা থেকে আমাদের এখানে কোন গাড়ি ছেড়ে আসেনি। এই স্টেশনে সকালে আসে কপোতাক্ষ, রুপসা ও চিত্রা, এ গুলো আন্তঃনগর গাড়ি।
তিনি আরো বলেন, ১৬০ বছর ধরে রানিং স্টাফদের মাইলেজ হয়ে আসছিল কিন্তু সেটা হঠাৎ করেই বন্ধ করে দিয়েছে। এটা পুনর্বহালের জন্যই এ আন্দোলন। আশা করছি দ্রুতই একটা সমাধান হবে।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]