
খুলনা নগরের শান্তিধাম মোড় এলাকায় অবস্থিত পঞ্চবীথি ক্রীড়াচক্রের কার্যালয় দখলে নিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে রাতেই গণঅধিকার পরিষদের খুলনা মহানগর সাধারণ সম্পাদক এস কে রাশেদকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ক্লাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নেতাকর্মীরা। পরে পঞ্চবীথি ক্রীড়াচক্রের সাইনবোর্ডের জায়গায় ‘গণ অধিকার পরিষদ, খুলনা মহানগর ও জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়। পরে অব্যাহতির বিষয়টি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তালা ভেঙে ভেতরে প্রবেশের কারণ জানতে চাইলে রাশেদ বলেন, ‘বারবার করে বলা হয়েছিল, কিন্তু তারা (পঞ্চবীথি ক্রীড়াচক্র) তা শোনেনি। তারা তাদের কার্যক্রম চালিয়ে গেছে। এ কারণে এটা করা হয়েছে।
ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম খোকন বলেন, ভবনের নিচতলার একটি ও দোতলার চারটি কক্ষে পঞ্চবীথির কার্যক্রম চলে। অন্যান্য কক্ষে একাধিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে। গতকাল গণঅধিকার পরিষদের লোকজন ক্লাব ভবন দখল করে নিয়েছে।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম জানান, তালা ভেঙে ভেতরে প্রবেশ করার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]