
সুন্দরবনের দুবলার চর এলাকা থেকে ১ টি বিদেশি এক নলা বন্দুক, নগদ অর্থ ও ৩৬ রাউন্ড তাজা কার্তুজসহ কুখ্যাত দয়াল বাহিনীর ৩ জন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা।
সোমবার (২৭ জানুয়ারি) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, দীর্ঘদিন যাবত সুন্দরবনের দুবলার চর এলাকা থেকে দয়াল বাহিনী নামক সক্রিয় ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ, ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। আজ সকালে দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনী সদস্যরা সুন্দরবনের দুবলার চরের নিরীহ জেলেদের উপর আক্রমণ করে। এসময় জেলেরা নিজেদের আত্মরক্ষার্থে ডাকাতদেরকে প্রতিহত করে এবং একই সাথে দুবলার চরের কোস্টগার্ড স্টেশনে সাহায্য চেয়ে ফোন করে। ডাকাতদের সাথে জেলেদের হাতাহাতির একপর্যায়ে জেলেরা ডাকাতদেরকে তাদের জাল দিয়ে ধরে ফেলতে সক্ষম হয়। হাতাহাতির ফলে ডাকাতরা কিছুটা আহতও হয়।
পরবর্তীতে কোস্টগার্ড উপস্থিত হয়ে ডাকাতদের আহত অবস্থায় আটক করে। এসময়ে ডাকাতদের কাছ থেকে ১ টি বিদেশি এক নলা বন্দুক,নগদ অর্থ ও ৩৬ রাউন্ড তাজা গোলাসহ দয়াল বাহিনীর ৩ জন সক্রিয় ডাকাতকে আটক করা হয়। আটককৃত ডাকাত দলের সদস্য মো. রহমত মোড়ল (২৬), মো. রবিউল মোল্লা (২৬) এবং মো. জাহাঙ্গীর শেখ (৫১) তারা খুলনা, সাতক্ষিরা ও বাগেরহাট জেলার বাসিন্দা। ডাকাত সদস্য মো. রবিউল মোল্লার নিকট বাবু গাজী নামের একটি ভারতীয় আধার কার্ড পাওয়া যায়।
জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/জাহিদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]