ঝিনাইদহে মুক্তিপ্রাপ্ত বিডিআর সেনাদের সংবর্ধনা
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১৯:০০
ঝিনাইদহে মুক্তিপ্রাপ্ত বিডিআর সেনাদের সংবর্ধনা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে সদ্য মুক্তিপ্রাপ্ত ৪ জন বিডিআর সেনাদের সংবর্ধনা দিয়েছে জেলা বিডিআর কল্যাণ পরিষদ।


সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে শহরের হামদহ এলাকায় একটি স্কুলের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।


তারা হলেন, নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম, হাবিলদার মো. ইমদাদুল হক, সিপাহী মো.রফিজ উদ্দিন এবং ওবিএম মো.রুহুল আমীন।


সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর জেলা আমীর আলী আযম মো. আবু বকর, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান রাজু, পৌর গণঅধিকার পরিষদের আহবায়ক মাহফুজুর রহমান, রিহান উদ্দীনসহ অন্যান্যরা।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিআর কল্যাণ পরিষদের জেলা সভাপতি বিএম কামরুজ্জামান।


এসময় বক্তারা বলেন, এখনো ঝিনাইদহের শতাধিক বিডিআর সেনা জেলে আছে। একই সাথে আগামী ১০ ফেব্রুয়ারির কোর্টে বাকী কারাবন্দি সবাইকে মুক্তি দিতে হবে।


বক্তারা আরো বলেন, ফ্যাসিস্ট সরকার বিনা দোষে ১৮,৫২০ জন সেনাদেরকে জেলবন্দী করেছে। এর বিচার খুব দ্রুতই বাংলার মাটিতে করা হবে।


বিবার্তা/রায়হান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com