
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কুমিরের জীবনাচরন জানতে কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনের চরাপুটিয়া এলাকায় একটি কুমির অবমুক্ত করেছে বনবিভাগ।
রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেন।
সুন্দরবনে কুমিরের সংখ্যা, চলাচলের গতিপথ,ভবিষ্যত প্রজন্মকে জানাতে এমন উদ্দ্যেগ নেয়া হয়। কুমিরের চলাচল সম্পর্কে আগে ধারনা ছিলোনা তবে এ পদ্ধতিতে সকলে কুমিরের চলাচল জীবনচরন সম্পর্কে সকলে জানতে পারবেন বলে জানিয়েছেন এ বন কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন অষ্ট্রেলিয়ার কুমির বিশেষজ্ঞ ডা. রুচি, মৎস্য বিভাগের মোস্তাফিজুর রহমানসহ বনবিভাগের কর্মকর্তারা।এর আগেও ৪ টি কুমির স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়।
বিবার্তা/জাহিদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]