
"এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই" প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বুধবার(২২জানুয়ারি) সন্ধ্যায় ২০ দিনব্যাপী তারুণ্যের উৎসব ও যুব সমাবেশ শুরু হয়েছে।
এ উপলক্ষে তারুণ্য মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচীব ) মোঃ ফিরোজ সরকার।
নড়াইল জেলা প্রশাসক শারমির আক্তার জাহান এর সভাপতিত্বে যুব সমাবেশের আলোচনা সভায় বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচীব সৈয়দ শাফায়ত হোসেন,নড়াইল পুলিশ সুপার কাজী এহসানুল কবীর,সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ,নড়াইল প্রেসক্লাবের আহ্বায়ক এডভোকেট আব্দুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ যুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক এম এম আরাফাত হুসাঈন, সহকারি কমিশনার সঞ্জয় কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার বলেন, প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন শিক্ষার কার্যক্রম চালু রাখার জন্য সকল প্রকার সহযোগিতা করা হবে। শিক্ষার্থীদের সাথে শিক্ষকরা শিক্ষক সুলভ আচরণ করবেন।
বিবার্তা/শরিফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]