শ্যামনগরে আগ্নেয়াস্ত্র, ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ সন্ত্রাসীকে আটক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৩:১০
শ্যামনগরে আগ্নেয়াস্ত্র, ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ সন্ত্রাসীকে আটক
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার শ্যামনগর থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২সন্ত্রাসীকে আটক করেছেন মোংলা কোস্ট গার্ড।


মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত দেড়টার দিকে গাগরামারি এলাকায় কয়রা কোস্ট গার্ড ও সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র জব্দ করে তাদের আটক করা হয়।


কোস্ট গার্ডের লে. কমান্ডার তারেক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কয়রা কোস্ট গার্ড ও পুলিশ সাতক্ষীরার শ্যামনগর থানার গাগরামারি এলাকায় যৌথ অভিযান চালান। ওই সময় অভিযানকারীরা ঘটনাস্থল থেকে ২টি অবৈধ দেশীয় একনালা পাইপ গান, ২টি ককটেল, ১টি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ২ সন্ত্রাসীকে আটক করা হয়।


আটককৃত সন্ত্রাসীরা হলেন- মো. মাসুম বিল্লাহ (৪৫) ও মো. শফিউল্লাহ খাঁ (৩০)। এদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর থানার ঘাগরামারি গ্রামে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্র, গোলাবারুদসহ আটককৃত সন্ত্রাসীদের সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/জাহিদ/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com