
কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারি, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা পরিষদ বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির স্বক্রিয়কর্মী মো. তরিকুল ইসলামের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল।
বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ আলতাফ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, সদস্য আলাউদ্দিন বাদল হোসেন, আরিফুল ইসলাম নান্নু মাষ্টার এবং যুবদল নেতা জাফর ইকবাল কর্নেল। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মডেল মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মো. সাইফুল ইসলাম বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্মরণে ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিল শেষে স্থানীয় বিএনপি’র কার্যালয় উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল ও দৌলতপুর উপজেলা বিএনপি’র আহŸায়ক কমিটির সদস্য আলহাজ আলতাফ হোসেনসহ বিএনপি নেতৃবৃন্দ ।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]