রস চুরিতে বাঁধা দেওয়ায় মালিককে পেটালো চোরচক্র
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১০:৩৪
রস চুরিতে বাঁধা দেওয়ায় মালিককে পেটালো চোরচক্র
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুরে খেজুর গাছের রস চুরি করতে দেখে ফেলায় গাছের মালিককে বেধড়ক পিটিয়েছে রস চোরচক্রের সদস্যরা।


সোমবার ২০ জানুয়ারি দুপুরে পৌর এলাকার সলেমানপুর সরদার পাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী রাসেল খোন্দকার বলেন, কোটচাঁদপুরের সলেমানপুর ঘোষ পাড়ার মাঠে তার খেজুর গাছের বাগান। গাছ কেটে রেখে আসার পর রস চুরি হয়ে যায়। রবিবার রাতে চোর ধরতে মাঠে পাহারা দিচ্ছিলাম। এ সময় ৭/৮ জনের একটি রস চোর চক্র গাছ থেকে রস নিয়ে ভ্যানে করে যাচ্ছিল। এ সময় তাদের গতিরোধ করলে, তারা রস নিয়ে চলে যান। এসময় তারা আমাকে দেখে নিবে বলে হুমকি দেয়।


তিনি বলেন, সোমবার দুপুরে আমি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সলেমানপুর সরদার পাড়ার মসজিদের সামনে আসলে চোর চক্রের সদস্যরা তাকে গতিরোধ করেন। সেসময় তারা দা, রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। এ সময় স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যান। পরে স্বজনদের সহায়তায় হাসপাতালে ভর্তি হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত আতিক নামের একজন তিনি চিনতে পেরেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী রাসেল খোন্দকার।


কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাফসান রহমান বলেন, আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


কোটচাঁদপুর থানার এসআই আশিষ কুমার বলেন, ঘটনার পর আহত রাসেল থানায় আসছিলেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত এঘটনায় কেউ কোন অভিযোগ করেনি।


বিবার্তা/রায়হান/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com