
কুষ্টিয়ার মিরপুরে জামায়াত কর্মী হত্যার ঘটনায় দৌলতপুর জামায়াতের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি, শুক্রবার সকাল সাড়ে ৯ টায় দৌলতপুর থানা বাজারে এ প্রতিবিাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর শাখার আয়োজনে প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. বেলাল উদ্দীন।
গত ১২ জানুয়া্রি মিরপুর উপজেলার মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত কর্মী খোকন মোল্লা (৩৩) পরদিন ১৩ জানুয়ারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হত্যার ঘটনায় আসামীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন নেতাকর্মী চাঁদাবাজি, লুটতরাজ, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, হাইজ্যাক, দুর্নীতির সাথে কোনভাবেই জড়িত নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের মৌলিক অধিকার, সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান আকিদা রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ জামায়াত ইসলামী শক্তির সমন্বয়ে একটি দেশ প্রেমিক সরকার গঠন কওে এ দেশকে একটি সুখী সমৃদ্ধশীল কল্যাণকর রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের একমাত্র সংগঠন যাদের শতভাগ নেতাকর্মী পাঁচ ওয়াক্ত নামাজী, সৎ ও দুর্নীতিমুক্ত। প্রতিবাদ সভায় কয়েক’শ জামায়াতের নেতা-কর্মী অংশ নেয়।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]