ঝিনাইদহে এক রাতেই ২৭ দোকানে দুর্ধর্ষ চুরি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:৫৭
ঝিনাইদহে এক রাতেই ২৭ দোকানে দুর্ধর্ষ চুরি
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে গত রাতে ২৭টি দোকানে একসাথে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরচক্র বাজারের ৩ টি মার্কেটের ২৭ টি দোকান ভেঙে মালামাল ও নগদ টাকা চুরি করেছে। রবিবার (১২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানায়, রবিবার রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত চোরচক্র বাজারের বিভিন্ন এলাকার ৩ টি মার্কেটে প্রবেশ করে। চোরচক্র বাজারের ২৭ টি দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে ব্যবসায়ীরা বাজারে এসে বিষয়টি টের পায়। ব্যবসায়ীদের আনুমানিক ৫ লাখ টাকার মালামাল চুরি গেছে। সিসি টিভির ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়েছে। দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।


অভিযোগ উঠেছে, মাত্র হাফ কিলোমিটার দূরে হাটগোপালপুর পুরিশ ফাঁড়ি অবস্থিত হলেও এমন চুরির ঘটনা এলাকার ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভের সৃস্টি হয়েছে।


বাজারের মিমি ফার্মেসি দোকানের মালিক জিয়াউল হক রাজু জানান, ভোর ৪টার দিকে আমি জানতে পারি আমার দোকানে চুরি হয়েছে। এসে দেখি দোকানের সাটার উচু করা দুই তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। ভেতরে ঢুকে দেখি ড্রয়ার খোলা। সেখানে দুই লাখ টাকার একটি চেক, ৭হাজার নগদ টাকা ছিল। সেগুলো নেই।


হাটগোপালপুর দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন জানান, আমাদের এ বাজারে প্রায় ২শ দোকান রয়েছে। তার মধ্যে ২৭টি দোকানে চুরি হয়েছে । নাইটগার্ড ডিউটি করার কথা ১২ জনের । কিন্তু ডিউটি করেছে ৮জন। আমরা সিসি টিভি ক্যামেরা ভিডিও ফুটেজ পেয়েছি। সেখানে দেখা গেছে মাত্র একজন চুরি করছে। প্রশাসনকে জানিয়েছি। এখনও মামলা করা হয়নি।


ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । আসামি ধরতে পুলিশ কাজ করছে । চুরির ঘটনায় এখনও মামলা হয়নি ।


বিবার্তা/রায়হান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com