
হিউম্যান মেটো নিউমো ভাইরাসের (এইচএমপিভি) সংক্রমণ রোধে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ।
বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা শামীম খান।
তিনি বলেন, এইচএমপিভি সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগের একটি চিঠি আমরা পেয়েছি। ভাইরাসটি প্রতিবেশী দেশ ভারতে দেখা দিয়েছে। এর হাত থেকে সুরক্ষা পেতে ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাস্ক পরাসহ বিভিন্ন সচেতনমূলক পরামর্শ দেয়া হচ্ছে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের।
তিনি আরও বলেন, ‘সতর্কতা বজায় রাখতে ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সর্দি, কাশি ও জ্বর আছে কিনা তা চেক করা হচ্ছে। একইসাথে মাস্ক পরা ও নিরাপদ দূরত্বে অবস্থান নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।’
এ প্রসঙ্গে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, এইচএমপিভি সংক্রমণ রোধে স্বাস্থ্যবিভাগের একটি নির্দেশনা আমরা পেয়েছি। তাতে ৭ টি নির্দেশনা দেয়া আছে। দর্শনা চেকপোস্টে আমাদের মেডিকেল টিম সতর্ক আছে।
উল্লেখ্য, ২০০১ সালে নেদারল্যান্ডসে এইচএমপিভি প্রথম শনাক্ত হয়েছিল। জানুয়ারির প্রথম সপ্তাহে চীনে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। সম্প্রতি এটি পার্শ্ববর্তী দেশ ভারতেও ছড়িয়ে পড়েছে।
এই ভাইরাস দুই বা তার বেশি মানুষের মধ্যে সরাসরি সংক্রমণের মাধ্যমে ছড়ায়। এছাড়াও সংক্রমিত স্থান স্পর্শ করলে তা থেকেও ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি থাকে।
বিবার্তা/আসিম/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]