
ঝিনাইদহে 'জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা' ঘোষণাপত্র লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটি।
১১ জানুয়ারি, শনিবার বিকেলে ঝিনাইদহ শহীদ মিনার চত্বরে সমাবেশ শেষে এ লিফলেট বিতরণ শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাছির আল সাদী, সদস্য এ্যাড. জাহিদুর রহমান, হাবিবুর রহমান, ঝিনাইদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আবু হুরাইরা, রত্না খাতুন, সাইদুর রহমান, সাকিব রানা, অন্তরসহ অন্যান্যরা ।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে পরিষ্কারভাবে উল্লেখ, আওয়ামীলীগ ও দোসরদের বিচার স্পষ্ট করতে হবে। ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিস্কার করতে হবে। নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে, সব ধরনের বৈষম্য নিরসনের মধ্যদিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে। গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ, ফ্যাসিবাদ রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করে সংস্কারের ওয়াদা দিতে হবে ।
সমাবেশে জেলার নাগরিক কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]