
শরণখোলা সরকারি কলেজে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (১১ জানুয়ারি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উৎসবে চার লক্ষাধিক টাকার বিক্রি হয়েছে। এসময় মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
শনিবার সকালে শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নূরুল আলম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য এ্যাড. ফারজানা জাহান নিপা, শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম কবীর, মোরেলগঞ্জ এসএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ছবীর আহমেদ আখন্দ, শরণখোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলীম আল রেজা শোভন প্রমুখ।
এসময় কলেজ অধ্যক্ষ বলেন, বার্গার, পিৎজা, চিকেন ফ্রাইসহ অন্যান্য বিদেশি খাবারের দাপটে বাঙালির ঐতিহ্য পিঠাপুলির কথা নতুন প্রজন্ম ভুলে যেতে বসেছে। তাই প্রতি বছরের মতো এবারও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২৮টি পিঠার স্টলে চার লক্ষাধিক টাকার পিঠা বিক্রি হয়েছে। দিন শেষে বিক্রির পরিমাণ আরো বাড়বে বলে অধ্যক্ষ নূরুল আলম ফকির জানিয়েছেন।
উল্লেখ্য, পিঠা উৎসবকে ঘিরে কলেজ ক্যাম্পাসে ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বিবার্তা/বাবুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]