চুয়াডাঙ্গায় মালিকানা জমির ওপর দিয়ে সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১১:৪২
চুয়াডাঙ্গায় মালিকানা জমির ওপর দিয়ে সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় সরকারি জমি বাদ দিয়ে ব্যক্তি মালিকানা জমির ওপর দিয়ে সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার জীবননগর উপজেলার বাকা ইউনিয়নের মিনাজপুর মাঠপাড়া গ্রামবাসী।


শুক্রবার ১০ জানুয়ারি) বিকেলে ভুক্তভোগী ১৫ টি পরিবার এ মানববন্ধনের আয়োজন করেন। এতে গ্রামের কয়েকশ মানুষ অংশ গ্রহণ করেন।


জানা গেছে, জীবননগর উপজেলার বাকা ব্রিক ফিল্ড থেকে মিনাজপুর হয়ে আন্দুলবাড়িয়া পর্যন্ত সড়ক পূন:নির্মাণ ও বর্ধিতকরণের কাজ চলছে। তবে মিনাজপুর মাঠপাড়া গ্রামবাসীর দাবি সরকারি জায়গা থাকার পরেও তৎকালীন সময়ে ওই সড়ক অবৈধভাবে প্রভাব খাটিয়ে তাদের ভিটা জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করেন ক্ষমতাশালীরা।


মানববন্ধনে বক্তারা বলেন, নির্মাণ করা সড়কের সঙ্গে ম্যাপের মিল নেই। পরিবারের লোকজনকে ভুল বুঝিয়ে অনেকটা জোরপূর্বক স্থানীয় কিছু অসাধু ব্যক্তি সে সময় আমাদের ভিটা জমির ওপর দিয়ে সড়ক নির্মাণ করতে বলে কর্তৃপক্ষকে। এমনকি সরকার রাস্তা নির্মাণের জন্য আমাদের কাছ থেকে জমিও অধিগ্রহণ করেনি। সে অনুযায়ী আমাদের ভিটা জমি একপ্রকার দখল করেই রাস্তা নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন পর হলেও নিজেদের ভিটা জমি ফেরত পেতে চাই।


মানববন্ধনে তাদের ভিটা জমির ওপর দিয়ে সড়ক নির্মাণ করতে দেবেন না হুঁশিয়ারি দিয়ে বলেন, যেখানে রাস্তা নির্মাণ হয়েছে তার পাশে সরকারি জমি রয়েছে। সরকারের যে জায়গা আছে সেখানে জবরদখল করে বসবাস করে আওয়ামী লীগের লোকজন। আর এতে নেতৃত্ব দেন বাকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নিজাম।


বক্তারা আরও বলেন, আমাদের বসতভিটা ফেরত পেতে আমরা ইউএনও অফিসসহ সরকারি সকল দপ্তরে যোগাযোগ করেছি কিন্তু কোনো সুরাহা হয়নি। আমরা আমাদের জমি ফেরত পেতে রক্ত দিতেও রাজি আছি।


এখানে বসবাস ১৫টি পরিবারের। কারও বসতভিটার জমি ৫ শতক, কারও ৬ কিনবা ৯ শতক। ২৫-৩০ বছর আগে যখন রাস্তা নির্মাণ হয় তখন তাদের বাড়ির সামনের সরকারি রাস্তার অংশ অনেক নীচু ছিল। সেই সময় একপ্রকার জোর করে সরকারি জমি ফেলে রেখে তাদের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করা হয়।


এই সুযোগে সেই সময়কার প্রভাবশালীদের সহযোগিতায় টিনের বেড়া দিয়ে সরকারি রাস্তার জমি দখল নেন আক্কাস আলী, নিয়াকত আলী, মোমিন, জুয়েল, আরশাফুল, আব্দুল জলিল, রফিজ উদ্দিন, শহিদুল এবং মহিদুল।


এতদিন এ বিষয়ে প্রতিবাদ করলে বিএনপি-জামায়াত বলে ট্যাগ দেওয়া হতো আমাদের। এখন ইউনিয়ন বাকা ইউনিয়ন বিএনপির নেতা বাশার এখন আমাদের আওয়ামী লীগ ট্যাগ দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করছেন।


বিবার্তা/আসিম/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com