
কুষ্টিয়ার মিরপুরে বিজিবি’র অভিযানে একটি সিঙ্গেল সুটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
৯ জানুয়ারি, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টায় উপজেলার নওদাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকার পরিত্যক্ত একটি টংঘরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির সাথে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি সূত্র জানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসপি’র নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিজিবি’র বিশেষ টহল দল মিরপুর উপজেলার নওদাপাড়া ব্রিজ হতে আনুমানিক ৩০ গজ উত্তরে পরিত্যক্ত একটি টংঘরে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালায়।
এসময় মালিকবিহীন অবস্থায় ১টি সিঙ্গেল সুটার পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলির আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ২০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
বিবার্তা/শরীফুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]