মৃদু শৈত্যপ্রবাহের দ্বিতীয় দিনে জবুথবু চুয়াডাঙ্গা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৩২
মৃদু শৈত্যপ্রবাহের দ্বিতীয় দিনে জবুথবু চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। দ্বিতীয় দিনের মতো চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে অন্তত ১ ডিগ্রি।


শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৬ টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।


আর সকাল ৯ টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।


সকাল থেকে সূর্যের দেখা মিললেও নেই কোনো উত্তাপ। এদিকে তীব্র ঠাণ্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এ অবস্থায় কষ্টে আছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা। তীব্র ঠাণ্ডায় জেলা জুড়ে বেড়েছে শীত জনিত রোগ।


শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে কম্বলসহ শীতের গরম কাপড় বিতরণ অব্যাহত রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।


চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, তৃতীয় মেয়াদে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। শীতের প্রকোপ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।


বিবার্তা/আসিম/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com